
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। একই সঙ্গে শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত বলে সন্দেহভাজন একজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েমের চা খাওয়ার দৃশ্য সংবলিত একটি ছবিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, এই দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
রিজভী স্বীকার করেন, এসব তথ্য যথাযথভাবে যাচাই না করেই তিনি শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দেন। তিনি বলেন, “ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে বক্তব্য রাখা ছিল আমার অনিচ্ছাকৃত ভুল।”
বিবৃতিতে তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া কনটেন্ট সমাজে ভুল বার্তা ছড়াতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি জানার পর তিনি তার বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।