
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সারা দেশের ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) আলাদা দুটি চিঠির মাধ্যমে পুলিশকে এসব নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।
চিঠিতে জানানো হয়, সিইসির জন্য বর্তমানে গাড়িসহ পুলিশি নিরাপত্তা থাকলেও নির্বাচনকালীন সময়ের জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে। পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন এবং অফিসে যাতায়াতের সময় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে পুলিশের মহাপরিদর্শককে পাঠানো আরেক চিঠিতে সারা দেশের মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে চিঠিতে।