
সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, ওসমান শরিফ হাদির ওপর হামলাকারী, পরিকল্পনাকারী, নেপথ্যে যারা ছিল, তাদের গ্রেফতার এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।