
ফাইল ছবি
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে মোট ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৯ লাখ ডলার, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার, যা চলতি বছরের তুলনায় কম।
তিনি আরও জানান, ১৪ ডিসেম্বর এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২০ কোটি মার্কিন ডলার, যা দৈনিক রেমিট্যান্স প্রবাহের দিক থেকে উল্লেখযোগ্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।
এদিকে মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে অক্টোবরে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
এ ছাড়া আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসী আয় বাড়ার ফলে সামনের দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় থাকবে।