
রাজধানীর পুরাতন ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বড় আকারে ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় অবস্থিত কারখানাটি একটি প্লাস্টিক কারখানা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।