
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নামে বাংলাদেশ। শেষ পর্যন্ত অল্প রানের লড়াইয়ে ৩৯ রানের জয় পেয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে উঠল আজিজুল হাকিম তামিমের দল। ফলে সেমিফাইনালে ভারতকে এড়াতে পারল টাইগার যুবারা।
ডুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ২২৫ রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। দুর্দান্ত ফর্মে থাকা জাওয়াদ আবরার ৩৬ বলে ৪৯ রান করেন। রিফাত বেগ যোগ করেন ৩৬ রান। অধিনায়ক তামিম করেন ২৯ ও কালাম সিদ্দিকী ৩২ রান। শেষ দিকে উইকেটরক্ষক ফরিদ হাসানের ২৯ রানে লড়াইয়ের পুঁজি পায় দল। সবশেষে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৪৪ রানে ৪ উইকেট হারানো লঙ্কান যুবারা ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারার অবস্থায় ছিল। নবম উইকেটে ৫৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে দলটি ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৮৬ রানে অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩টি, শাহরিয়ার আহমেদ ৩টি এবং সামিউন বাশির ২টি উইকেট নেন। তামিম ও সাদ ইসলাম নেন একটি করে উইকেট।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১৯ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। একইদিন প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।