
জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের দেশে ফেরত আনার দাবি এবং ভারতীয় প্রভাব ও ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির শুরুতেই পুলিশি বাধার মুখে পড়েছে।
বুধবার বিকেল ৩টার পর রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হওয়া কর্মসূচির অংশগ্রহণকারীদের সামনে পুলিশ বাধা দিলে তারা অগ্রসর হতে পারেননি।
চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র ব্যানারে বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নেন। সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পারায় তারা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে স্লোগান দেন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান আন্দোলনকারীরা।
এদিকে, চলমান পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।