
ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনেিআগুন
শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয়।
এসময় প্রথম আলোর সহযোগি প্রকাশনা প্রথমা, ওটিটি প্ল্যাটফর্ম চরকির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা। তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।