
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি এই অনুভূতি প্রকাশ করেন।
শোকবার্তায় তৌহিদ হোসেন বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা দেশের তরুণ সমাজকে চিরদিন অনুপ্রাণিত করবে। তিনি ওসমান হাদিকে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ওসমান হাদির অকাল প্রয়াণে সমাজ ও দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।