
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানী ঢাকায় বিক্ষোভের ঢেউ আরও তীব্র হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন হাজারো ছাত্র-জনতা। কারও হাতে পতাকা, কারও কণ্ঠে প্রতিবাদের স্লোগান- ‘ফ্যাসিবাদের কালো হাত ভাঙবে’, ‘হাদির রক্ত বৃথা যাবে না’, ‘স্বৈরাচার নিপাত যাক’। শাহবাগ মোড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা, শোক ও ক্ষোভের আগুন।
সকালে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে জড়ো হচ্ছেন। কেউ মিছিল করে, কেউ একা, কেউ বন্ধুদের সঙ্গে নিয়ে।
শনিরআখড়া থেকে আসা মাদরাসাশিক্ষার্থী আশফাকুর রহমানের চোখে টলটল করছে অশ্রু। আবেগী কণ্ঠে তিনি জানান, “আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে ভোরেই এখানে চলে এসেছি। ওসমান হাদি আমাদের অনুপ্রেরণা। তার রক্ত বৃথা যেতে দেব না।”
রামপুরা থেকে এসে শাহবাগে অবস্থান নিয়েছেন ইমরুল কায়েস। তার দাবিদাওয়া আরও তীব্র, আরও দৃঢ়- “হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করব। হত্যাকারীরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
এদিকে, জুলাই বিপ্লবী ওসমান হাদিকে যারা খুন করেছে, বাংলাদেশকে তাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ ভোর সাড়ে চারটায় সংগঠনটির ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি। মৃত্যুসংবাদ রাতে ঢাকা শহরে ছড়িয়ে পড়তেই উত্তাল হয় নগরী। শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতার ঢল নামে। শহীদ হওয়ার খবরটি মুহূর্তেই দুঃখকে পরিণত করে রোষে।
শরীফ ওসমান হাদি ছিলেন ‘জুলাই অভ্যুত্থান’-এর অন্যতম সংগঠক। গত ১২ ডিসেম্বর বিজয়নগরের গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত রিকশায় আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসার পর সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে মৃত্যুকে বরণ করে নেন তিনি।
রাজধানীর শাহবাগ আজ শুধু প্রতিবাদের কেন্দ্রবিন্দু নয়- এটি পরিণত হয়েছে প্রতিরোধের প্রতীকী মঞ্চে। ছাত্র-যুবসমাজ বলছে, হাদির মৃত্যু নতুন আন্দোলনের সূচনা। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা, হত্যাকারীর বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথে মুখর শাহবাগ আজ উত্তাল, আবেগে ভাসমান, দৃঢ় সংকল্পে উজ্জীবিত।