
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে হাদির জানাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
গতকাল বিকেলে শাহজালালে জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন হাদির স্বজন ও ইনকিলাব মঞ্চের নেতারা। এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, সাংবাদিক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা শ্রদ্ধা জানান।
মরদেহ বিমানবন্দর থেকে রাতেই নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী জানাজার পর সেখানে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি-বেসরকারি সব ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
আজকের জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একইসঙ্গে সংসদভবন এলাকায় ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে পায়রা চত্বরে গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়।