
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ের বাসভবন ও রেস্তোরাঁয় তল্লাশির খবর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে দাবি করা হয়, ৬০ কোটি রুপির প্রতারণা অভিযোগে আয়কর দপ্তর তার বাড়ি ও ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে। তবে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত পাটিল এসব তথ্য অস্বীকার করে বলেছেন- এটি কোনো রেইড নয়, বরং নিয়মিত যাচাই–প্রক্রিয়া।
আইনজীবীর ভাষ্যে, আয়কর কর্মকর্তারা কেবল তথ্য যাচাই করেছেন এবং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইওডব্লিউ মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু সংবাদে বলা হয়েছিল- শিল্পা শেঠির বেঙ্গালুরুর রেস্তোরাঁ ও মুম্বাইয়ের বাসভবনে অভিযান চালানো হয়েছে। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এসব দাবি ভিত্তিহীন।
এদিকে শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। বিষয়টি হাইকোর্টে বিচারাধীন বলেও জানান শিল্পা।
সম্প্রতি শিল্পার সহ-মালিকানাধীন ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁর এক নাইটক্লাবে বিশৃঙ্খলার ভিডিও ভাইরাল হয়, যা বিদ্যুৎ বিপর্যয়জনিত কারণে ঘটে বলে জানা গেছে।