
ছবি: সংগৃহীত
মরুভূমির তপ্ত বালুর দেশ সৌদি আরবে দেখা মিলেছে প্রকৃতির এক বিস্ময়কর রূপ। দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশে বিরল তুষারপাত হয়েছে। কয়েক দশকের মধ্যে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলে এই তুষারপাতকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বইছে উৎসবের আমেজ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে আকস্মিক এই আবহাওয়া পরিবর্তনে সৌদি আরবের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো তুষারের সাদা চাদরে ঢেকে গেছে। জর্ডান সীমান্তসংলগ্ন জাবাল আল লাওজ পাহাড়ের চূড়াগুলো এখন ধবধবে সাদা। এই অভাবনীয় দৃশ্য উপভোগ করতে হাজার হাজার স্থানীয় মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে ওইসব এলাকায় ভিড় জমাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে এক অনন্য দৃশ্য। মানুষ বরফের ওপর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে, কেউ তুষার নিয়ে খেলছে, আবার কেউ কেউ দেশীয় সরঞ্জাম দিয়েই পাহাড়ি ঢাল বেয়ে স্কি করার চেষ্টা করছে। অনেক পর্যটক এই অভিজ্ঞতাকে ‘ঐতিহাসিক’ ও ‘স্মরণীয়’ বলে অভিহিত করেছেন।
সৌদি গণমাধ্যমগুলোর তথ্যমতে, শুধু তাবুক নয়, হাইলের পশ্চিমাঞ্চল এবং রাজধানী রিয়াদের উত্তরের আল ঘাত এলাকাতেও হালকা তুষারপাতের খবর পাওয়া গেছে। স্থানীয়দের মতে, মরু প্রধান এই অঞ্চলে এমন ব্যাপক তুষারপাত কয়েক দশকের মধ্যে প্রথম।
আকস্মিক এই তুষারপাত এবং কনকনে ঠান্ডার কারণে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আরবের তপ্ত মরুভূমিতে বরফের এই ছোঁয়া উপভোগ করতে মেতে উঠেছেন সব বয়সী মানুষ।