
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেছেন, তাঁর ভাই শহীদ হতে চেয়েছিলেন এবং শহীদের মর্যাদা পাওয়ার তামান্নাই ছিল তাঁর। তিনি বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।”
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার দাবি করে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদি হত্যার পর ৭-৮ দিন পার হয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। “এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে। দিবালোকে গুলি করে খুনি যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছু নেই,” বলেন তিনি।
তিনি আরও প্রশ্ন তোলেন, যদি হত্যাকারীরা সীমান্ত অতিক্রম করে পালিয়ে থাকে, তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা কীভাবে সম্ভব হলো- এর জবাব জাতির সামনে তুলে ধরতে হবে।
হাদির বড় ভাই বলেন, “আমি এই ঋণ কখনো ছাড়ব না। আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি।”
আবেগঘন কণ্ঠে তিনি জানান, পরিবার ভেঙে পড়েছে, সন্তানের মুখের দিকে তাকানো কঠিন হয়ে পড়েছে। মা প্রায় জ্ঞান হারিয়ে ফেলছেন। ছয় ভাইবোনের সবার ছোট ছিলেন শরিফ ওসমান হাদি।
শেষে তিনি হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।”