
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ তাঁদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে একই মামলায় রিমান্ড শেষে রেন্ট-এ-কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রথম দফা রিমান্ডে ছিলেন।
দ্বিতীয় দফায় রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। তাঁদের প্রথম পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে হত্যার উদ্দেশ্য উদ্ঘাটন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা এবং পলাতক আসামিদের গ্রেফতার- এসব কারণ তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত তিন আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং উজ্জ্বলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন প্রধান আসামি ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মো. কবির এবং ভারতে পালাতে সহায়তাকারী সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম।