
সংগৃহীত ছবি
চোখের পানি, গভীর শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই বরেণ্য আলেম। দীর্ঘ ৩১ বছর ইমামতি করা ক্বারি মাওলানা হারুনুর রশিদ এবং ১৭ বছর খতিবের দায়িত্ব পালন করা মাওলানা আবদুর রহিমকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে দক্ষিণ সাহেবগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে আয়োজিত এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানে দুই ইমামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এরপর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদের এলাকা প্রদক্ষিণ করানো হয়। একজন ধর্মীয় শিক্ষক ও ইমামের প্রতি গ্রামবাসীর এমন বিরল সম্মান প্রদর্শন এখন পুরো এলাকায় প্রশংসায় ভাসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা হারুনুর রশিদ ১৯৯৫ সালে এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৯ সালে মসজিদের পাকা ভবন নির্মিত হয় এবং দীর্ঘ তিন দশকে এলাকার অসংখ্য শিশু-কিশোর তার কাছে দ্বীনি শিক্ষা লাভ করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছে। অন্যদিকে, মাওলানা আবদুর রহিম গত ১৭ বছর ধরে খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিদায়লগ্নে আবেগাপ্লুত মাওলানা হারুনুর রশিদ বলেন, “বিদায়বেলায় এলাকাবাসী যে এমন রাজকীয় আয়োজন করবে, তা আমি কল্পনাও করিনি। তাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ।” খতিব মাওলানা আবদুর রহিমও দীর্ঘ সময়ের স্মৃতি চারণ করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান জানান, তারা কেবল ইমাম ছিলেন না, ছিলেন সমাজের পথপ্রদর্শক। তাদের আন্তরিকতা ও ইসলামের প্রসারে অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ক্ষুদ্র প্রয়াস।