
সিইসি এ এম এন নাসির উদ্দিন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি। এরপর আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক সভায় বসবেন তিনি।
ইসি সূত্র জানিয়েছে, সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় নির্বাচন কমিশনার ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নির্বাচন সামনে রেখে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।