
বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন। শনিবার বিকেলে বেগ বাগান ও পার্ক সার্কাস সাতরাস্তার মোড়ে শতাধিক নেতা–কর্মী জড়ো হয়ে উপদূতাবাসের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ প্রায় ২০০ মিটার দূরেই তাদের আটকে দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দীর্ঘক্ষণ সড়কে অবস্থান করে বিক্ষোভকারীরা।
বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে উপদূতাবাস এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিক্ষোভের ঘোষণা থাকায় সতর্কতামূলকভাবে পুলিশ ব্যারিকেড দিয়ে দূর থেকে মিছিল থামিয়ে দেয়।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতকে ১৯৭১ সালের মতো ভূমিকা নিয়ে হস্তক্ষেপ করা উচিত। সংগঠনটির কর্ণধার গর্গ চ্যাটার্জি অভিযোগ করেন, পুলিশ অযথা তাদের আটকে দিয়েছে। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।
গর্গ আরও দাবি করেন, তারা কোনো দূতাবাস আক্রমণের উদ্দেশ্যে যায়নি, বরং বার্তা দিতে চেয়েছেন। বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে- তা নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।