
কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। আসছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত ‘প্রজাপতি ২’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। ছোটবেলা থেকেই মডেলিংয়ে যুক্ত এই অভিনেত্রী বর্ধমান থেকে কলকাতায় পা রাখেন অভিনয়ের খোঁজে। ‘বধূঁয়া’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় জনপ্রিয়তা পান তিনি।
টেলিভিশনের পর সিনেমায় কাজের সুযোগ আসে নাটকের একটি চরিত্রে দেবের নজর কাড়ার পর। পরিবারে কেউ শিল্প জগতে না থাকলেও অভিনয়ে প্রবেশে বাধার মুখে পড়তে হয়নি বলে জানান জ্যোতির্ময়ী।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার মাধ্যমেই ফটোশুটের সুযোগ পান, সেখান থেকেই অভিনয়ের পথ খুলে যায়। দেব ও মিঠুন চক্রবর্তীর মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা তার কাছে অবিশ্বাস্য- শুটিংয়ে বুঝতেই পারেননি তাঁদের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করছেন।
আগামী দিনে টেলিভিশনে কাজ করবেন কি না- এ নিয়ে এখনও নিশ্চিত নন জ্যোতির্ময়ী। আপাতত বড়পর্দায় প্রথম সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।