
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে প্রশাসন ভবনসহ ডিনদের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় একদল শিক্ষার্থী। ফলে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনের বেশির ভাগ দপ্তর অচল হয়ে পড়ে। এ সময় সহ-উপাচার্য ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডাও হয়।
আন্দোলনকারীরা জানায়, ডিনদের মেয়াদ শেষ হলেও তাঁদের দায়িত্বে বহাল রাখায় তারা ক্ষুব্ধ। আন্দোলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর নির্বাচন না হওয়া পর্যন্ত ডিনদের দায়িত্বে থাকতে নির্দেশ দেন উপাচার্য। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ জানিয়েছেন, তিনি দায়িত্ব রাখতে চান না এবং উপাচার্যের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেবেন।
বিকেল পর্যন্ত প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক চলছিল। এ ঘটনায় উপাচার্যের মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, সামনে ভর্তি পরীক্ষা ও সমাবর্তন থাকায় ডিনদের অব্যাহতি দেওয়া জটিলতা তৈরি করতে পারে।