শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সর্বকালের সেরা ১২ ট্যাব
প্রকাশিত - শনিবার, ১৮ অক্টোবর ২০১৪, ৯:২১ অপরাহ্ন
ট্যাবলেটের জগতে অ্যাপলের আইপ্যাডই প্রথম নয়। খ্রিষ্টের জন্মের আগেও ট্যাবের অস্তিত্ব ছিল। তবে তা হয়তো বর্তমানের মতো আধুনিক সুবিধা সম্বলিত ছিল না। সময়ের বিবর্তনের সাথে সাথে প্রযুক্তি এগিয়েছে যাচ্ছে, সেই সাথে পরিবর্তিত হচ্ছে ট্যাবও।
এই ধারায় ভবিষ্যতে আরও নানা চমক যুক্ত হবে। তবে সর্বকালের সেরা ট্যাব হিসেবে বিবেচনা করা হচ্ছে ১২ ট্যাবকে।
এগুলো হল-

অ্যাপল আইপ্যাড (২০১০)

মাইক্রোসফট কুরিয়ার (২০০৮)

দ্য ট্রেক প্যাড (১৯৬৬)

অ্যামাজন কিন্ডলে ফায়ার (২০১১)

পাম পাইলট ১০০০ (১৯৯৬)

অ্যাপল নিউটন মেসেজ প্যাড ১০০ (১৯৯৩)

ট্যাবলেট অব ল (খ্রিষ্টপূর্ব ১৫০০)

গ্রিড প্যাড (১৯৮৯)

ডায়নাপ্যাড (১৯৭২)

আরএএনডি ট্যাবলেট (১৯৬৩)

এচ অ্যা স্কেচ (১৯৬০)

মটোরোলা জুম (২০১১)
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা