
কার্যকর পদক্ষেপ নেয়া না হলে স্রেফ দাপ্তরিক পর্যবেক্ষণ কতোটুকু আশাপ্রদ? কার্টুন সৌজন্যঃ নিউইয়র্ক টাইমস।
উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি তদারকির জন্য সিউলে একটি মাঠ পর্যায়ের অফিস চালুর বিষয়ে দ. কোরিয়া সরকার ও জাতিসংঘ নীতিগতভাবে একমত হয়েছে। নতুন বছরের প্রথমভাগেই এ উদ্যোগ বাস্তবায়নের আশা করা হচ্ছে। মঙ্গলবার দ. কোরিয়া সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়েছে।
কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিউলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতের কার্যালয় থেকে এর কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বৈরশাসিত দেশটির শোচনীয় মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে জাতিসংঘ গত মে মাসে সিউলকে তাঁদের পরিকল্পনার কথা জানায়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে জাতিসংঘের এ প্রস্তাব সাদরে গ্রহণ করা হয়।