যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারাপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামছুদ্দিন দিদার। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদ আলমও নতুন বার্তা ডটকমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।