ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। তিনি ভেঙ্গেছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের রেকর্ড। অ্যান্ডারসন ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়ান ডাউনে ব্যাট করেছেন ভিলিয়ার্স। আর সেখানেই ৩১ বলে ৮টি চার ও ১০টি ছক্কায় ডি ভিলিয়ার্স ১০০ রান করেন। আর ১৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন ডি ভিলিয়ার্স। ৪৪ বলে ৯টি চার ও ১৬টি ছক্কার মারে ১৪৯ রান করে ইনিংসের শেষ ওভারে রাসেলের বলে আউট হয়েছেন ডি ভিলিয়ার্স।