sentbe-top

‘মার্স’ সতর্কতায় সিউল চিড়িয়াখানায় অন্তরীণ উট

দক্ষিণ সিউলের খোয়াচন চিড়িয়াখানায় এভাবেই অন্তরীণ করে রাখা হয়েছে একটি উটকে। কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্তদের মধ্যে দু'জনের মৃত্যুর পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাঁদের সবক'টি উটকে মার্স ভাইরাসের জন্য পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে সৌদি আরবে প্রথমবারের মতো সনাক্ত হওয়া ভাইরাসটি উট থেকেই সংক্রমিত বলে গবেষণার ফলে প্রকাশ। কোরিয়ায় প্রথমবারের মতো মার্স সংক্রমণের দুই সপ্তাহের মাথায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
দক্ষিণ সিউলের খাচন চিড়িয়াখানায় এভাবেই অন্তরীণ করে রাখা হয়েছে একটি উটকে। কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্তদের মধ্যে দু’জনের মৃত্যুর পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাঁদের সবক’টি উটকে মার্স ভাইরাসের জন্য পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে সৌদি আরবে প্রথমবারের মতো সনাক্ত হওয়া ভাইরাসটি উট থেকেই সংক্রমিত বলে গবেষণার ফলে প্রকাশ। কোরিয়ায় প্রথমবারের মতো মার্স সংক্রমণের দুই সপ্তাহের মাথায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। ইয়নহাপ নিউজ।
sentbe-top