দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের সুবাদে রেটিং ও পয়েন্ট বাড়লো ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের।
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের রেটিং ও পয়েন্ট ছিলো যথাক্রমে ৯৩ ও ২৮৬৮। প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয়টি জয় পাওয়ায় বাংলাদেশের রেটিং ও পয়েন্টে এখন যথাক্রমে ৯৪ ও ৩০৯২। ফলে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে নিজেদের অবস্থান এখন পাকাপোক্ত করলো টাইগাররা।
১১২ রেটিং ও ৫১৩১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিলো চতুর্থস্থানে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম দুম্যাচ শেষে তাদের রেটিং কমে গেছে। চতুর্থস্থান ধরে রাখা প্রোটিয়াসদের বর্তমানে রেটিং ও পয়েন্ট যথাক্রমে ১১১ ও ৫৩১৬।
এছাড়া ১২৯ রেটিং নিয়ে যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১১৫। ১১২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং :