বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
একমাসেই ১৩৩০ বিদেশীকে কোরিয়া ছাড়ার নির্দেশ
প্রকাশিত - বুধবার, ২৪ এপ্রিল ২০১৩, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন প্রতিবেদক, ২২ এপ্রিল, ২০১৩:
বিভিন্ন অভিযোগে গতমাসে অর্থাৎ মার্চে ১৩৩০ জন বিদেশীকে কোরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে কোরিয়ান সরকার। কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে গত বছর ৩৩৪০ জনকে কোরিয়া ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল। কোরিয়ার আইন লংগনকারী বিদেশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কোরিয়া ছেড়ে যেতে বলা হয়েছিল এক হাজারেরও কম বিদেশীকে। ২০১০ সাল থেকে ক্রমেই বাড়ছে এই সংখ্যা।
কোরিয়ার ইমিগ্রেশন আইন লংগন করার কারণেই এদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিচার মন্ত্রণালয়। অভিযোগ প্রমানিত হওয়ার পরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত এসব ব্যক্তি পরবর্তী ১০ বছর কোরিয়ায় প্রবেশের সুযোগ পাবে না।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা