ভিয়েতনামে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র খুলতে যাচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। সম্প্রতি এ বিষয়ে অনুমোদনও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুয়েন ট্যান ডাং। রাজধানী হ্যানয়ে আরঅ্যান্ডডি কেন্দ্র স্থাপনে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসেস।
স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, ৩ হেক্টর জায়গায় ২১ তলা দালান নির্মাণ হবে। নির্মাণ কাজ ২০১৯ সাল নাগাদ শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে কর্মসংস্থান হবে ৬ হাজার মানুষের। এখানে উচ্চ প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ পণ্য উন্নয়নে কাজ করা হবে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের বড় উত্পাদন কেন্দ্রে পরিণত হচ্ছে ভিয়েতনাম। দেশটিতে এরই মধ্যে দুটি উত্পাদন কেন্দ্রে প্রায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। কাজ শুরুর পরবর্তী ৫০ বছর এর জন্য কোনো ভাড়াও গুণতে হবে না স্যামসাংকে।
এতোদিন ভিয়েতনামের রফতানি রাজস্ব নির্ভরশীল ছিল পোশাক ও জুতোর ওপর। কিন্তু স্যামসাংয়ের পণ্য উত্পাদন থেকে এখন এ আয়ের একটি বড় অংশ আসছে। গত বছর স্মার্টফোন রফতানি থেকে আয় হয়েছে ৩ হাজার কোটি মার্কিন ডলার। এ হার মোট রফতানি রাজস্বের ১৮ দশমিক ৬ শতাংশ।
বিশ্বের শীর্ষ স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি ভিয়েতনামের স্টার্টআপগুলোয় করপোরেট সংস্কৃতি সৃষ্টিতে কাজ করার ঘোষণা দিয়েছে।