ঈদুল আজহার প্রধান জামাআত মাঙ্গলবার সকাল ৮টায় জাতীয় ঈদগাঁহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাআত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাআত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাআত হবে ৭টায়। আর সবশেষ জামাআত সকাল পৌনে ১১টায় হওয়ার কথা রয়েছে।
এদিকে জাতীয় ঈদগাঁহে ঈদের নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন নিরপত্তাকর্মীরা ঈদগাঁহ পাহারা দিচ্ছেন। যাতে কেউ অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।