
মুখ মোসাদ্দেককে নিয়ে ১৩ সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ৬২২ রান করেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। লিগে তার ফিফটি ছিল পাঁচটি। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও নয় হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ১২৯১ রান। বল হাতে উইকেট পেয়েছেন ২০টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে সংগ্রহ ১৮৮৫ রান, উইকেট ১৬টি। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেলেও জাতীয় দলে অভিষেক আগেই হয়ে গিয়েছে মোসাদ্দেকের। এ বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি২০ ম্যাচ খেলেছেন তরুণ এ ক্রিকেটার।
ওপেনিংয়ে ইমরুল-এনামুলের দ্বৈরথে জয়ী হয়েছেন ইমরুল কায়েস। ব্যাটে রান থাকলেও প্রথম দুই ওয়ানডের জন্য এনামুলকে বিবেচনা করেননি নির্বাচকরা। তামিম-সৌম্যর সঙ্গী হিসেবে তাই সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। মাশরাফির সঙ্গে পেস বিভাগে দলে আছেন রুবেল হোসেন ও ২০১৪ সালের ডিসেম্বরে শেষ ওয়ানডে খেলা শফিউল ইসলাম। বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ইতিবাচক হলে দলে ঢুকতে পারেন তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন।
স্পিনে দুজন বিশেষজ্ঞ বাহাতি বোলার নেয়া হয়েছে। এ সুযোগে জায়গা পেয়েছেন দুটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা তাইজুল ইসলাম। তাইজুল সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে। যদিও ২০১৪ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিকের প্রথম নজির ছিল সেটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দিবারাত্রির তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজ খেলতে ১৭ সদস্যের দল নিয়ে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল। এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিসিবি একাদশের বিপক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। টাইগারদের ঘোষিত স্কোয়াডের মধ্যে ইমরুল, সাব্বির ও মোসাদ্দেক আছেন বিসিবি একাদশ স্কোয়াডে।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।