চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ম্যাচ থেকে। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রোববার দেপোর্তিভো লা করুনা ম্যাচ না খেলে নেইমার তার বান্ধবী ব্রুনা মাহ্কুইজিনি’কে নিয়ে ঘুরতে যান।
আর তাতেই লিওনেল মেসি চটেছেন।চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে স্বপ্নের জয়ের পর রোববার লা লীগায় বার্সার ১-২ গোলে হারকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে।
রোববারের ম্যাচে বার্সা দলই নিষ্প্রভ ছিল। গোলকিপার টার স্টেগানের ভুলে দেপোতির্ভোর জোসেলু ১-০ করেন। ৪৬ মিনিটে ১-১ করেন লুইস সুরারেজ। ৭৪ মিনিটে বার্গান্তিনোসের হেড বার্সার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।
হতাশ সুয়ারেজ বলেছেন, ‘‘আমরাই অবনমনের সঙ্গে লড়তে থাকা দলকে সুবিধা করে দিলাম।’’