মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আব্দুল্লাটি। আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের সইফি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কের মুখে তাকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। ৩৬ বছর বয়সী এই নারীর আবাসস্থল মিসরের আলেক্সান্দ্রিয়ায়।
এই নারী জন্মের পর থেকেই হরমোন জনিত সমস্যায় ভুগছেন। ডাক্তাররা একে এলিফ্যান্টালিয়েসিস ডিজেস (অস্বাভাবিক ভাবে ওজন বৃদ্ধি) বলে চিহ্নিত করেছেন। মিশরের কয়েকটি হাসপাতালে তাকে দেখানো হলেও ডাক্তাররা রোগটি সারিয়ে তোলার ব্যাপারে তেমন আশাবাদ দিতে পারেনি।

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইমান আহমেদ। ফাইল ছবি
মুম্বাইতে চিকিৎসা চলার সময় তার ওজন ৫০০ কেজি থেকে কমে ১৭৬ কেজিতে নেমে আসে। জন্মের সময় তার ওজন ছিলো ৫ কেজি। ১১ বছর বয়সে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন ইমান। এরপর কখনো হাতে ভর করে নড়াচড়া করতে পারতেন। এরপর পরই সেরেব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এতে চলৎশক্তি একেবারেই হারিয়ে ফেলে শয্যাশায়ী হয়ে যান তিনি।