কিছু কিছু মুহূর্ত রয়েছে, যেগুলো ক্যামেরা বন্দি করা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আলোকচিত্রীরাও তো থেমে নেই। তাদের অনুসন্ধানী দৃষ্টিকে এড়িয়ে যাওয়া এত সহজ বিষয় নয়। সারা পৃথিবীতে অসাধারণ সব মুহূর্ত প্রতিনিয়ত ক্যামেরায় আটক করছেন আলোকচিত্রীরা। নিম্নে এমন ১০টি ছবি দেয়া হলো, যেগুলো দেখে আপনি অবাক না হয়ে পারবেন না:

এর নাম ক্রিস্টিনা, একজন মেক্সিকান ট্যাটু আর্টিস্ট এবং সাবেক আইন জিবি । ছবিটা তোলা হয় এক্সপো ট্যাটুএজ ইন্টারন্যাশনাল-এ।

সিডনিতে চিনের নববর্ষের প্যারেডে ১০ জন পারফর্মার সাপের পোশাক পরে অংশগ্রহন করেন।

থাইল্যান্ডের পাথামের থামাসাত ইউনিভার্সিটি স্টেডিয়ামে হুলা হুপস এর জন্য ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার অনুশীলনের ছবি।

ইন্দোনেশিয়ার ক্যাপটাকেন গ্রামের একটি শাপের কশাই খনায় শাপের চামড়া ছারানোর আগে শাপের উপর পানি ঢালছেন একজন কর্মী।

টয় ফেয়ার ২০১৩ তে এক গরু শেপের সাইকেল চালানর চেষ্টা করছেন একজন মহিলা।

এথেন্সে ২১ তম বিড়াল প্রদর্শনীর একটি ফিচার পোস্টারের সামনে দিয়ে হেটে জাচ্ছে একটি মেয়ে।

নেকড়ে গবেষক ফ্রেউন্ড একটা নেকড়ের সাথেই কাচা হরিনের মাংশ চিবিয়ে খাচ্ছেন, ছবি টি মারজিং জার্মানি তে তোলা।

সাউথ ইস্ট লন্ডনের চার্চিল থিয়েতার অফ ব্রোম্লে তে সার্কাস এর রিহার্সাল সময় সার্কাস কর্মীর নাক মধ্যে একটি চা চামচ ঢুকানোর সময় ধারণকৃত।

পান্ডার পোশাক পরা একজন কর্মী হার্বিন আন্তর্জাতিক আইস এবং স্নো ফোটোস উত্সব সময় একটি বরফ ভাস্কর্য থেকে নিচে স্লাইড করছে।

ডেম ফাইটিং আইরিশ ব্যান্ড এর একজন সদস্য, এনসিএএ বিসিএস জাতীয় চ্যাম্পিয়নশিপ কলেজ ফুটবল খেলা শুরুর আগে এভাবেই ক্যামেরা বন্দী হয়।