বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
২০০ কোটির পথে খাংনাম স্টাইল
প্রকাশিত - শনিবার, ২৬ অক্টোবর ২০১৩, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন প্রতিবেদক, ২৬ অক্টোবর ২০১৩:
ইউটিউবে ১৮০ কোটিবারের বেশি দেখা হয়েছে গত বছরের আলোচিত গান খাংনাম স্টাইল। ২৫ অক্টোবর পর্যন্ত এই ভিডিও দেখা হয়েছে ১৮০ কোটি ২৪ লাখেরও বেশি। যা এই বছরেই ২০০ কোটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। ইউটিউবে গানটিতে লাইকের সংখ্যা ৭৯ লাখ এবং ডিসলাইকের সংখ্যা ৯ লাখ অতিক্রম করেছে।
আলোচিত সংগীত তারকা সাই’র খাংনাম স্টাইলের পর জেন্টলম্যানও ব্যাপক আলোচিত হয়েছে। খাংনাম স্টাইলের মত জনপ্রিয়তা না পেলেও এই পর্যন্ত ৫০ কোটি বারেরও বেশি দেখা হয়েছে এই গানটি।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা