সিউলমেট্রো অবলম্বনেঃ এখন থেকে সিউলে সিগারেট খেয়ে অবশিষ্টাংশ রাস্তায় ফেললে ৩০হাজার উওন জরিমানা করা হবে। “মেকিং সিউল ক্লিন” প্রচারণার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সিউল কর্তৃপক্ষ। সিউলের ঘনবসতিপুর্ণ এলাকা, পার্ক, বাস স্টেশন এবং যেসব এলাকায় মানুষজনের আনাগোনা বেশি সেসব এলাকায় পোস্টার, রেডিও অনুষ্টান, বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ করবে
ডেস্ক বিপোর্টঃ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রনালয় বলেছে আগামী বছর থেকে কোরিয়ানদের জন্য মানসিক স্বাস্থ্য চিকিৎসা বাধ্যতামুলক করা হবে। বছরে কমপক্ষে একবার এই চিকিৎসা নিতে হবে। কোরিয়ায় ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত আত্নহত্যা এবং হতাশাগ্রস্থ মানুষকে স্বাভাবিক করে তোলার জন্যই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যাক্তিদের জন্য সুচিকিতসার ব্যবস্থা করবে কোরিয়ান সরকার।