একটি আংটির কারণে প্রাণ গেল প্রবাসী যুবকের। মা হারালেন তার ছেলেকে। আর বিয়ের ৪ দিনের মাথায় নববধূ হারাল তার স্বামী। প্রবাসী ওই যুবকের নাম আল-আমিন (২৬)। ভৈরবের শিবপুর ইউনিয়নের রঘূনাথপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তিনি। বাবা পেশায় পিকআপ চালক। দুই ভাই, দুই বোন আর মা-বাবাকে নিয়ে ছয় সদস্যের পরিবার তারা।