আগামী জুনে অনুষ্ঠতব্য সিউল মেয়র নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছে আন ছল সু। বারুন মিরে পার্টির অন্যতম প্রধান নেতা আন ছল সু গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেখানে তৃতীয় অবস্থানে ছিলেন। ২০১১ সালে তিনি রাজনীতিতে আসার আগে তরুণদের কাছে আইকন ছিলেন। রাজনীতিতে আসার পর আকাশচুম্বী সমর্থন থাকলেও ক্রমেই তা কমতে