বাড়ির পাশেই ছিল ডাকঘর, সেই ছোট্টকাল থেকে দেখা প্রান্তিক মানুষের সাথে চিঠির সখ্যতা, অপেক্ষা, আবেগ ও ভালোবাসা। মাইকেল মধুসূদন দত্ত থেকে রবীন্দ্র, নজরুল, হালের হেলাল হাফিজ ও সুনীল গঙ্গোপাধ্যায় সবাই সমৃদ্ধ করেছেন পত্র সাহিত্যকে। হারিয়ে যাওয়া অমূল্য সৃষ্টির এই মাধ্যমকে মনে রাখার ক্ষুদ্র প্রয়াস। প্রিয় চারু, আশা করি ভালো আছ,