ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, দেশটি দুই থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। তেহরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে রোববার তিনি এসব কথা বলেছেন। বেহরুজ কামালভান্দি বলেন, ইরানের কর্মকর্তাদের আগের মতো ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রস্তুতি নেয়া উচিত।-খবর পার্স টুডের। তিনি বলেন, আমরা