শিগগির উন্মুক্ত হওয়ার কথা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস স্মার্টফোনের। আর উন্মুক্তের আগে এই ফোনের কিছু রেন্ডার প্রকাশ করেছে তথ্যফাঁসকারি ওয়েবসাইট স্ল্যাশলিকস। ছবিতে দেখা গেছে, নতুন এই ফোনের ক্যামেরার ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নিচে থাকবে সেলফি ক্যামেরা। আর নতুন এই ডিসপ্লে প্রযুক্তির নাম রাখা হয়েছে ইনফিনিটি-ও (Infinity-O) ডিসপ্লে। এ