দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বিদেশিদের পরিচয়পত্র থেকে “এলিয়েন” শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলিয়েন কার্ডে আরও অর্থবহ নাম দিয়ে প্রতিস্থাপন করবে। আজকে সোমবার, মিনিস্ট্রি অফ জাস্টিস জানিয়েছে গত ৫৪ বছর ধরে ব্যবহার করার পরে, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের নাম পরিবর্তন করতে যাচ্ছে। “ফরেন ন্যাশনাল কার্ড,” “ফরেন রেসিডেন্স কার্ড” বা “রেসিডেন্স