জাপানিজদের শাসন থেকে মুক্তির জন্য কোরিয়ানদের স্বাধীনতা আন্দোলন শুরু হয় ১৯১৯ সালের এই দিনে। কোরিয়ান ভাষায় ‘সাম’ মানে তিন আর ‘ইল’ মানে এক। ১৯১৯ সালের মার্চ মাসের এক তারিখ থেকে জাপানিজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন শুরু হয় বলে এই আন্দোলন ‘সামিল’ (সাম+ইল) নামে পরিচিত। ইংরেজিতে এই আন্দোলন Samil Independence Movement এবং