এলো স্যামসাং গ্যলাক্সি নোট ৯। ৯ আগস্ট, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইভেন্টে এই ফোনের আনুষ্ঠানিক উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির দারুণ কনফিগারেশন। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও সংস্করণচালিত নোট ৯ স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট বা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ৯৮১০ চিপসেট ব্যবহৃত হয়েছে। এর পেছনে ডুয়াল