স্যামসাং ইলেকট্রনিকস চলতি মাসের শেষ নাগাদ চীনের কারখানায় মেমোরি চিপ উৎপাদন শুরু করতে যাচ্ছে। এনএএনডি ফ্লাশ মেমোরি চিপের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি চীনে এ কারখানাটি চালু করছে। গতকাল স্যামসাংয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স। গত আগস্টে স্যামসাং চীনের উত্তর-পশ্চিমের জিয়ান শহরে এনএএনডি ফ্লাশ মেমোরি চিপ উৎপাদন