আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর উচ্চতা বেড়ে গেছে এক নভোচারীর। এমনটাই দাবি করেছেন নরিশিগে কানাই নামে এক জাপানি নভোচারী। কানাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, মহাকাশে গিয়ে তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি) বেড়ে গেছে। তিনি এখন ভয় পাচ্ছেন জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে তিনি ঢুকতে