শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়ে গেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে নাম লেখাতে রাজী হয়েছেন ইতালিয়ান জায়ান্ট ক্রিস্তিয়ানো রোনালদো। মঙ্গলবার এক বিবৃতিতে তা জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। টানা ১০ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর ইতালিতে পাড়ি জমালেন ৩৩ বছর বয়সী রোনালদো। ১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এ ট্রান্সফার রফাদফা করেছে দুই ক্লাব।