অদ্ভুত তার বোলিং অ্যাকশন। নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। বেশিরভাগই অবশ্য একে নেতিবাচক হিসেবে নিয়েছেন। তবে সেসবে কান দিতে নারাজ রোমানিয়ার পেসার পাভেল ফ্লোরিন। ফ্লোরিন আদতে একজন পেশাদার বডিগার্ড। রোমানিয়ার ক্লুজ ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট এবং খেলোয়াড় তিনি। রোমানিয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত দল নয়। ফ্লোরিনের তাই বিশ্বজুড়ে পরিচিতি থাকারও কথা না।