শুনে আকাশ থেকে পড়তেই পারেন! নিজের দু-চোখকেও অবিশ্বাস হতে পারে। কিন্তু, এটাই রূঢ় বাস্তব। বেকারত্ব কোন জায়গায় পৌঁছেছে,ভারতের উত্তরপ্রদেশের এই পরিসংখ্যানই তা বোঝানোর জন্য যথেষ্ট। সচিবালয়ে পিওন-পদে ৩৬৮ জন নেওয়া হবে বলে সম্প্রতি বিজ্ঞাপন দেয় উত্তরপ্রদেশ সরকার। দেখা যায়, ১৭ লক্ষেরও বেশি আবেদনকারী Ph.D করছেন বা শেষ করেছেন। সঠিক সংখ্যাটা