কাতারের প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদে প্রতি জুমায় খুতবা দেন একজন বাংলাদেশি খতিব। বাংলাদেশের জন্য এটি গৌরব ও আনন্দের বিষয়। একজন বাংলাদেশি হয়েও কীভাবে এত গুরুত্বপূর্ণ অবস্থানে যেত পারলেন, তা নিয়ে পাঠকের কৌতূহলে ভাঙাতে আমাদের আজকের আয়োজন। গত বুধবার (০৯ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ সেন্টারে এসেছিলেন বাংলাদেশের গর্বিত এই সন্তান। মাগরিবের নামাজে
‘অবশেষে কাতার আমীরের প্রাসাদে খতিব নিযুক্ত হলাম’ এ শিরোনামে কাতার থেকে ক’দিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এতে লাইক পড়ে প্রায় দুই হাজার, শেয়ার হয় পাঁচ শতাধিক! সামাজিক মাধ্যমে এমন সংবাদ দেখে একটু অবাকই হলাম। বাংলাদেশি ছেলে কাতার আমীরের প্রাসাদের খতিব! সঙ্গে সঙ্গে ইনবক্সে নক করলাম,