কাউন্সিলর মানে জনগণের সেবক। তাই নিয়মিত ডিউটির বাইরে ট্যাক্সি চালান জর্জিয়ার গুরজানি শহরের কাউন্সিলর জুরাব সেপিয়াশভিলি। স্থানীয় গুরজানি টিভি চ্যানেলে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। পূর্বাঞ্চলীয় গুরজানি শহরের কাউন্সিলর জুরাব প্রতি রোববার চার ঘণ্টা করে শহরের রাস্তায় ট্যাক্সি চালিয়ে থাকেন। কোনোরকম ভাড়া ছাড়াই তিনি যাত্রী পরিবহনের কাজ